মানুষের আনাগোনা কম, ট্রেনও সীমিত! দেখে নিন ভারতের সবথেকে ছোট ১০টি রেল স্টেশনগুলিকে

ভারতীয় রেল (Indian Railways) কে দেশের লাইফলাইন বলা হয়। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে ছোট স্টেশন কোনগুলো? আজ আপনাদের জানাবো সেই নিয়ে।

১) KSR Bengaluru Cant : যাত্রী পরিবহনের দিক থেকে এটি ভারতের সবচেয়ে ছোট স্টেশনগুলোর একটি।

২) Bhilwara : রাজস্থানে অবস্থিত এই স্টেশনটিতে মাত্র ১টিই প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে কয়েকটি ট্রেন থামার কাজ করে।

৩) Dornakal Jn : তেলেঙ্গানাতে অবস্থিত এই স্টেশনে মাত্র দুটি প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে কয়েকটি মাত্র ট্রেনই দাঁড়ায়।

western railway medha emu
৪) Velankanni : এখানেও কয়েকটি মাত্র ট্রেন দাঁড়ায়। তামিলনাড়ুতে অবস্থিত এই স্টেশন।

৫) Kannapuram : কেরালায় অবস্থিত এই স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন থামার কাজ করে। গ্রামীণ এলাকায় অবস্থিত হওয়ার কারণে যাত্রী সংখ্যা খুবই নগণ্য।

৬) Nagari : অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই স্টেশন। একটি ছোট শহরের মধ্যে রয়েছে এটি।

rail 1024x683
৭) Bakhri : বিহারের গ্রামীণ এলাকার এই স্টেশনে হাতে গোনা কয়েকজন যাত্রীই ট্রেনে চাপেন।

৮) Jekot : মহারাষ্ট্রের এই রেল স্টেশনে একটিই প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটি কয়েকটি যাত্রীবাহী ট্রেন থামার কাজে আসে।

৯) Amritpura : একটিমাত্র প্ল্যাটফর্ম রয়েছে এখানেও। সেইজন্য এই স্টেশনে ভিড়ও খুব বেশি হয়না।
railways 3
১০) Kalikiri : এটিও কর্ণাটকের একটি স্টেশন। সেখানে সাকুল্যে ১০০ জন যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button